বাচ্চার জন্মগত ত্রুটি


হটাৎ প্রসব বেদনা ওঠায় হাসপাতালে নেয়া হয় রহিমা বানুকে। সেখানে একজন নার্সের চেষ্টায় বাচ্চা প্রসব করেন রহিমা বানু(ছদ্মনাম)। প্রসবের পর দেখা যায় বাচ্চার নাড়িভুঁড়ি পেট দিয়ে বের হয়ে আছে।পেটের সামনের অংশের স্কিনসহ কভার নাই।এ অবস্থা দেখে আশেপাশের সবাই ভীত হয়ে পড়েন।মনে করা হয় প্রসবের সময় টানাটানিতে বাচ্চার পেট ছিড়ে ফেলেছে নার্স। পুরো হাসপাতাল জুড়ে হইচই।হাসপাতালের ডিউটি ডাক্তার রোগীকে বুঝান এটা একটা জন্মগত ত্রুটি।সাথে সাথে বাচ্চাটিকে তুলা দিয়ে পেঁচিয়ে মোটা কাপড় দিয়ে আবৃত করে পার্শ্ববর্তী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে রেফার করেন।
 
গর্ভাবস্থায় বাচ্চা বড় হওয়ার সময় বিভিন্ন ত্রুটি দেখা যায়।যেগুলোকে জন্মের পর জন্মগত ত্রুটি বলা হয়।ইহাও এমন একটি জন্মগত ত্রুটি। এক্ষেত্রে বাচ্চার পেটের চামড়া -মাসল ডেভলপড না হওয়ায় মায়ের পেটের ভিতরেই প্লাসেন্টার (মায়ের নাড়ী ফুল)ভিতরে এভাবেই নাড়ীভুঁড়ি (ইন্টেস্টাইন)বের হওয়া নিয়েই বাচ্চা বড় হয়।জন্মের সময় এরকম ভাবেই জন্মগ্রহণ করে।
 
এরকম বাচ্চা সিজারে হলে মনে করা হয় সিজারের সময় বাচ্চার পেট কেটে ফেলেছেন ডাক্তার। অথচ এটা একটা জন্মগত ত্রুটি।
 
এটা দুই ধরনের হয়ে থাকে।একটাকে বলে অম্ফালোসিল (omphalocele) আরেকটি হচ্ছে গ্যাস্ট্রোকিসিস(gastrochisis)।বের হয়ে আসা নাড়িভুঁড়ি যদি একটা পাতলা আবরন দিয়ে আবৃত থাকে তাকে বলে অম্ফালোসিল না থাকলে গ্যাস্টোকিসিস।
 
এমন কোনো বাচ্চা প্রসব হলে সাথে সাথে অতিদ্রুত যেখানে শিশু সার্জারি বিভাগ আছে সেখানে নিয়ে যেতে হবে।বা দ্রুত একজন শিশু সার্জনের সরনাপন্ন হতে হবে। ।জন্মের পর পরই এবং সার্জনের কাছে নেয়ার সময় অবশ্যই শিশু টিকে মোটা তুলা বা পরিস্কার কাপড় দিয়ে পেঁচিয়ে নিতে হবে।
এসব ক্ষেত্রে মেইন সমস্যা হয় নাড়িভুঁড়ি শরীরের বাইরে থাকায় শরীরের তাপমাত্রা দ্রুত কমে যায়।ফলে বাচ্চা মারাও যেতে পারে।
 
এটার মেইন চিকিৎসা অপারেশন। তবে অপারেশন এর আগে সার্জনগণ অবস্থা বুঝে অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি গ্রহন করে থাকেন।পরিপূর্ণ চিকিৎসা নিতে পারলে ৯০% ক্ষেত্রে এধরনের রুগীকে সুস্থ করা সম্ভব যদি তার অন্য কোনো জটিলতা না থাকে।
 
জন্মের পূর্বে আল্ট্রাসাউন্ড করে এটা ধরা অনেক ক্ষেত্রেই সম্ভব।এবং পূর্ব থেকে প্রস্তুতি নেয়া সম্ভব।তাই গর্ভাবস্থায় মায়ের নিয়মিত চেক আপ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
(ছবিঃইন্টারনেট থেকে নেয়া)
 
ডা.আব্দুল আযীয
মেডিকেল অফিসার,নিউ স্কয়ার হাসপাতাল, ব্রাম্মনবাড়িয়া।
জিপি,অনলাইন চেম্বার,মেডিকেয়ার24 বিডি।

Category : Woman Health
Tag : Woman, Children, Pregnancy
Published By M Obayed Ullah Published On July, 07 2021 @ 19:15
Share In

Comments Area



You can write a bolg as well. Please join and start writing now   Write a blog

Back To Blog Page
M Obayed Ullah

Please do not use this service during emergency.

Join Medicare 24

Register as patient ?

  • Online Doctor Appointment, Prescription and Diagnostic Reports.
  • Store Medical History (Prescriptions, Diagnostic Reports and more).
  • Reminder on Doctor Appointment.
  • Manage Family Members.

Register as doctor?

  • Manage Patient Appointment.
  • Write Prescription & Diagnostic Advice.
  • Manage Chamber.
  • Manage Assistant & Staff.

Register as hospital?

  • Manage Diagosistic Orders & Online Report Delivery.
  • Manage Doctors and Appointments.
  • Manage Outdoor Patients.
  • Promote Hospital/Diagnostic Centre Online.

Register as pharmacy?

  • Manage online order.
  • Manage Sales and Inventory
  • Manage Customers.
  • Manage Store and Staff.

Looking for a Specialist